• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২০, ২০১৯, ০৬:৪৬ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২০, ২০১৯, ০৬:৪৬ পিএম

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই
আগুনে পুড়ে যাওয়া দোকান - ছবি : জাগরণ

বাগেরহাটের মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে বসতঘরসহ চারটি দোকান পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার জিউধরা ইউনিয়নের মাদ্রাসা বাজারে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানায়, বাজারের একটি ইঞ্জিনচালিত ভ্যানগাড়ি চার্জ দেয়ার ঘর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়ে পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে পড়ে। এতে একটি বসতঘরসহ চারটি দোকানঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক কাওসার হাওলাদার, রফিকুল ইসলাম, রিয়জুল ইসলাম, ইব্রাহীম ফরাজী জানান, অগ্নিকাণ্ডে তাদের মোটরসাইকেলের পার্টস, ফার্নিচার, গার্মেন্ট সামগ্রী ও মুদি দোকানের ২০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় কুমার দেবনাথ জানিয়েছেন, ওই বাজারের একটি ইঞ্জিনচালিত ভ্যানগাড়ি চার্জের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এনআই

আরও পড়ুন