• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: নভেম্বর ২০, ২০১৯, ০৯:১৮ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২০, ২০১৯, ০৯:১৮ পিএম

বগুড়ায় স্নাতক পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীর মৃত্যু

বগুড়ায় স্নাতক পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীর মৃত্যু
ইরফান আহ‌মেদ রিয়াদ -ছবি : জাগরণ

বগুড়া সরকা‌রি আজিজুল হক ক‌লে‌জের পুরাতন ভব‌নে স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা দি‌তে এসে ইরফান আহ‌মেদ রিয়াদ না‌মের এক ছাত্রের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসকষ্টের কারণে তার মৃত্যু হয়েছে।

নিহত ইরফান কাহালু ডিগ্রি ক‌লে‌জের সমাজ বিজ্ঞান বিভা‌গের ছাত্র ও দিনাজপুর জেলার ঘোরাঘাট বাগানবাড়ি গ্রামের ইকবাল হোসেনের ছেলে।

পরীক্ষার হ‌লে অসুস্থ হ‌য়ে পড়‌লে সহপাঠি ও শিক্ষকদের তত্বাবধানে হাসপাতা‌লে নেয়া হলে বেলা সা‌ড়ে ৫টার দি‌কে তি‌নি মৃত্যু বরণ ক‌রেন।

এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সদস্য জাহিদ হাসান জানান, ইরফানের আজ পরীক্ষা ছিল। সে কেন্দ্রে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে আমরা সবাই হাসপাতালে নেয়ার পরামর্শ করে পাঠিয়ে দেই। কিন্তু পরে তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। তার পকেটে শ্বাসকষ্টের ওষুধ পাওয়া গেছে।

বগুড়া সদর থানার ওসি এস এম বদিউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরীক্ষা চলাকালীন ওই ছাত্র অসুস্থ হয়ে পড়েছিলে। পরে তাকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একেএস

আরও পড়ুন