• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২১, ২০১৯, ০৮:২৯ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২১, ২০১৯, ০৮:২৯ এএম

সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নিপু গ্রেফতার 

সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নিপু গ্রেফতার 

সিলেট জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরন মাহমুদ নিপুকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। বুধবার রাত ৮টার দিকে নগরীর বালুচর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

নিপুকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ।

র‍্যাব জানায়, নগরীর বালুচর এলাকার রমিজ উদ্দিন বাবুলের বাসা থেকে হিরন মাহমুদ নিপুকে গ্রেফতার করা হয়। বাবুল টুলটিকর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। নিপুর বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। গত ১৫ এপ্রিল বালুচর এলাকার ব্যবসায়ী কাইয়ুম চৌধুরী আনাছ সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নিপুর বিরুদ্ধে নানা অভিযোগ তুলেন। তাছাড়া বালুচর এলাকায় নিজস্ব বাহিনী গড়ে নিপু চাঁদাবাজি, ভূমিদখলসহ নানা অপরাধ করে আসছিলেন। এর আগেও একাধিকবার গ্রেফতার হন তিনি।

২০১৩ সালের ১৫ সেপ্টেম্বর নগরীর কোর্টপয়েন্টে সিপিবির সমাবেশে দলটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের ওপর হামলা চালিয়ে ব্যাপক সমালোচিত হন নিপু। ওই হামলার পরদিন নিপুর নেতৃত্বাধীন জেলা ছাত্রলীগের কমিটি বাতিল করা হয়। কমিটি বাতিলের পর আরো বেপরোয়া হয়ে ওঠেন নিপু। পুরো বালুচর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন তিনি।


কেএসটি
 

আরও পড়ুন