• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২১, ২০১৯, ০৮:৩৪ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২১, ২০১৯, ০৮:৩৯ এএম

সাভারে অগ্নিকাণ্ডে ১৮ ঘর পুড়ে ছাই

সাভারে অগ্নিকাণ্ডে ১৮ ঘর পুড়ে ছাই

সাভারের একটি টিনশেড শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৮ ঘর পুড়ে ছাই। বুধবার (২০ নভেম্বর) রাতে সাভার পৌর এলাকার আড়াপাড়া মহল্লায় জোব্বারের মালিকানাধীন বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহম্মেদ জানান, সাভারের আড়াপাড়ার ওই বাড়িতে অগ্নিকাণ্ডের  ঘটনা ঘটেছে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে টিনশেড ওই বাড়ির প্রায় ১৮টি কক্ষ পুড়ে ছাই হয়।এ ঘটনায় প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানান তিনি।  

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলেও জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা। 

কেএসটি

আরও পড়ুন