• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২১, ২০১৯, ০২:১৫ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২১, ২০১৯, ০২:১৫ পিএম

বিয়ে বাড়ির গেট নিয়ে সংঘর্ষ, আহত ৮

বিয়ে বাড়ির গেট নিয়ে সংঘর্ষ, আহত ৮

লক্ষ্মীপুরে বিয়ে বাড়ির সামনে গেট স্থাপনকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের নারী-পুরুষসহ ৮ জন আহত হয়। আহত সবাইকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে সদর উপজেলার তেওয়ারিগঞ্জ ইউনিয়ন চরমনসা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন, শাফি উল্লাহ (৮০), তার স্ত্রী মোবাশ্বেরা (৭৫), ছেলে মমিন উল্লাহ (৪৬), নাতি রাসেল ও শাহিদ অপরপক্ষের রহমত উল্লাহ ও দেলোয়ার হোসেন।

জানা গেছে, স্থানীয় মমিন উল্লাহ ছেলে জাকির হোসেন তার বিয়ের গেট স্থাপন করতে গেলে বৃদ্ধ শাফি উল্লাহ ও তার স্ত্রী মোবাশ্বেরা বেগম বাধা দেয় এসময় উভয়পক্ষ কথা কাটাকাটি হয়। একপর্যায় জাকির হোসেনর বন্ধু রহমত উল্লাহ বৃদ্ধকে ধাক্কা দিলে উভয়পক্ষ সংঘর্ষ জড়িয়ে পড়ে। এতে আট জন আহত হয়।

শাফি উল্লাহর বড় ছেলে মমিন উল্লাহ বলেন, জাকিরদের সাথে আদালতে জমি সংক্রান্ত মামলা চলে। তাই আমার বৃদ্ধ বাবা-মা বাধা দিতে গেলে জাকির ও তার বন্ধু রহমত উল্লাহসহ তাদের লোকজন আমাদের ওপর হামলা করে।

এদিকে, আহত রহমত উল্লাহ বলেন, তার বন্ধু জাকিরের বিয়ের গেট দিতে গিয়ে উভয় পক্ষের হামলায় তিনি ও আহত।

লক্ষ্মীপুর সদর (মডেল) থানার ওসি তদন্ত মোসলে উদ্দিন বলেন, এ বিষয় লেখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

কেএসটি
 

আরও পড়ুন