• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২১, ২০১৯, ০৩:১৮ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২১, ২০১৯, ০৩:১৮ পিএম

‘শিক্ষার্থীদের শিক্ষা অর্জন করে শিক্ষিত মানুষ হতে হবে’

‘শিক্ষার্থীদের শিক্ষা অর্জন করে শিক্ষিত মানুষ হতে হবে’

বাংলাদেশে এগিয়ে চলেছে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে। ১৯৭১ সালে স্বাধীনতার পর মানুষের গড় আয়ু কাল ছিল ৪৬ বছর। এখন মানুষের গড় আয়ু ৭২ বছর। সেসময় শিক্ষার হার ছিল ১৭%, এখন শিক্ষার হারও বেড়ে হয়েছে ৭৩%। দেশের এই উন্নতি চাকা সচল রখতে হলে আজকের শিক্ষার্থীদের শিক্ষা অর্জন করে মানুষ হতে হবে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে সাতক্ষীরা কলারোয়ায় মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণেঅনুষ্ঠিত মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও মানব পাচার প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদেশ্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব অশোক কুমার বিশ্বাস এসব কথা বলেন।

তিনি আরো বলেন, শিক্ষা অর্জন করলে জ্ঞান আসে। শিক্ষিত কেউই বাল্যবিবাহ, মাদক গ্রহণ, ইভটিজিং করে না। যৌতুকও নেই না। 

সাতক্ষীরার ককলারোয়া উপজেলা পরিষদ, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি জাইকার সহযোগিতায়, উপজেলা নির্বাহী অফিসার আর এন সেলিম শাহনেওয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলারোয়া উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম লাল্টু, কলারোয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুননাহার আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


কেএসটি