• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২১, ২০১৯, ০৮:০৫ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২১, ২০১৯, ০৮:১১ পিএম

পিরোজপুরে শিক্ষা সমাপনী পরীক্ষায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার

পিরোজপুরে শিক্ষা সমাপনী পরীক্ষায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জুনিয়র ইবতেদায়ি পরীক্ষায় ষষ্ঠ শ্রেণি পড়ুয়া ৪ ভুয়া পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। কুরআন মজিদ ও তাজবীদ এবং আকাইদ ও ফিকহ্ বিষয়ে পরীক্ষা চলাকালে উপজেলার ধাওয়া রাজপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে তাদের বহিষ্কার করা হয়। এছাড়াও ভুয়া পরীক্ষায় সহায়তাদানের অভিযোগে মাদ্রাসা সুপার দিলরুবা আক্তারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বহিষ্কারের নির্দেশ দেন। 
 

বহিষ্কৃতরা হলো- স্থানীয় পশ্চিম রাজপাশা ওয়ারেচিয়া ইবতেদায়ি মাদ্রাসার পরীক্ষার্থী আসাদুল্লাহ, মো. দ্বীন ইসলাম, মো. নাজমুল ও তামান্না আক্তার। অভিযুক্ত শিক্ষার্থীরা সংশ্লিষ্ট রোল নম্বরে পরীক্ষার্থীদের পরিবর্তে অবৈধ পন্থায় অংশ নিচ্ছিল।

পরীক্ষা কেন্দ্র সচিব মো. হারুন-অর-রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, বহিষ্কারকৃতরা প্রত্যেকে ২০১৮ সনে প্রাথমিক শিক্ষা সমাপনী অথবা ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পশারীবুনিয়া নূর মোহাম্মদ কারিগরি দাখিল মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৬ষ্ঠ শ্রেণিতে পড়া লেখা করছে। 

একেএস
 

আরও পড়ুন