• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২১, ২০১৯, ০৯:৪১ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২১, ২০১৯, ০৯:৪১ পিএম

নেত্রকোনায় অজগর আটকের পর অবমুক্ত

নেত্রকোনায় অজগর আটকের পর অবমুক্ত
দুর্গাপুরের বয়রাতলী গ্রামের একটি গোয়ালঘর থেকে আটক করা ১০ ফুট লম্বা অজগর  -  ছবি : জাগরণ

নেত্রকোনার দুর্গাপুরে বিশালাকৃতির একটি বন্য অজগর সাপ লোকালয়ে স্থানীয়দের হাতে আটকের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তা পাহাড়ি এলাকায় অবমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে সাপটিকে দুর্গাপুরের গোপালপুরের পাহাড়ে অবমুক্ত করার আগে ওইদিন সকালে একই উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বয়রাতলী গ্রামের বাসিন্দা কৃষক লীগ নেতা জাহাঙ্গীর কবির কাজলের বাড়ির গোয়ালঘর থেকে একে আটক করা হয়।

বয়রাতলী গ্রামের বাসিন্দা দিনমজুর নয়ন মিয়া (৩৫) জানান, তিনি ওই বাড়ির গোয়ালঘরে ধানের বস্তা বের করতে গিয়ে বস্তার নিচে সাপটিকে দেখেন। পরে প্রতিবেশী কয়েকজনের সহায়তায় তিনি কৌশলে সাপটিকে বস্তায় ভরে নেন। পরে সাপটিকে উপজেলা প্রশাসনের কাছে দেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরজানা খানম জানান, স্থানীয় প্রাণিসম্পদ ও বন বিভাগ কর্তৃপক্ষের মাধ্যমে সাপটিকে গোপালপুরের পাহাড়ি স্থানে অবমুক্ত করা হয়েছে। প্রায় ১০ ফুট লম্বা এ সাপটি হয়তো খাদ্যের সন্ধানে লোকালয়ে এসেছিল বলে মন্তব্য করেন তিনি।

এনআই

আরও পড়ুন