• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: নভেম্বর ২২, ২০১৯, ১২:৩৯ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২২, ২০১৯, ১২:৩৯ পিএম

ভারতে পাচারকালে সাড়ে ৪০০ ভরি স্বর্ণ জব্দ

ভারতে পাচারকালে সাড়ে ৪০০ ভরি স্বর্ণ জব্দ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তে ভারতে পাচারকালে ৪ কেজি ৬৭০ গ্রাম স্বর্ণ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। ভরি হিসাবে এর ওজন ৪০০ ভরি। বাজারে যার আনুমাণিক মূল্য ২ কোটি ৮০ লাখ টাকা।

শুক্রবার (২২ নভেম্বর) সকালে বিজিবির একটি টহল দল এসব সোনা জব্দ করে।

উপজেলার সীমান্তবর্তী কাকডাঙ্গা বিওপির নায়েক সুবেদার ওলিউল্লা জানান, বিজিবির টহল দলটি সীমান্তবর্তী কাকডাঙ্গা এলাকায় টহলরত ছিল। এ সময় কাকডাঙ্গা সড়ক দিয়ে মোটর সাইকেলযোগে দুই ব্যক্তি যাচ্ছিল। তারা বিজিবি সদস্যদের দেখে মোটর সাইকেল ফেলে দ্রুত দৌঁড়ে পালিয়ে যায়। পরে মোটর সাইকেলে থাকা একটি পলিথিনে মোড়ানো ভারী দ্রব্য খুলতেই বেরিয়ে পড়ে স্বর্ণ। 

তিনি আরো জানান, স্বর্ণ পাচারকারীদের গ্রেফতার করতে পারেনি বিজিবি। পরে ওই স্বর্ণ সাতক্ষীরায় বিজিবির ৩৩ ব্যাটালিয়ন সদর দফতরে জমা দেয়া হয়। 

বিজিবির ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গোলাম মহিউদ্দিন খন্দকার বলেন, বিষয়টি  পরে প্রেসব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।

টিএফ 

আরও পড়ুন