• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: নভেম্বর ২২, ২০১৯, ০২:৩০ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২২, ২০১৯, ০২:৩০ পিএম

দুর্যোগপ্রবণ এলাকায় প্রতিটি ঘরই হবে সাইক্লোন শেল্টার

দুর্যোগপ্রবণ এলাকায় প্রতিটি ঘরই হবে সাইক্লোন শেল্টার
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহাদৎ হোসেন- ছবি: জাগরণ

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহাদৎ হোসেন বলেছেন, আগমী ২০৩০ সালের মধ্যে দুর্যোগ প্রবণ এলাকার প্রতিটি ঘর হবে একেকটি মিনি সাইক্লোন শেল্টার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে কাউকেই আর দৌঁড়ঝাপ করে সাইক্লোন শেল্টারে আশ্রয় নিতে হবে না। 

শুক্রবার (২২ নভেম্বর) সকালে বাগেরহাটের মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বহুমুখী সাইক্লোন শেল্টার, ঝড় শহনশীল ঘর ও ঘুর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত কয়েকটি বাড়ি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। 

এ সময় উপস্থিত ছিলেন- বাগেরহাট জেলা এডিএম মো. শাহিনুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা আবুল আসাদ মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাসির উদ্দিন, চেয়ারম্যান শাজাহান আলী খান। 

টিএফ
 

আরও পড়ুন