• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: নভেম্বর ২২, ২০১৯, ০২:৪৪ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২২, ২০১৯, ০৪:৪২ পিএম

শ্রীনগরে বাস ও বরযাত্রীবাহী মাইক্রোবাসের সংঘর্ষ

একই পরিবারের ৫ জনসহ নিহত ১০

একই পরিবারের ৫ জনসহ নিহত ১০
দুর্ঘটনায় আহত-নিহতদের উদ্ধার তৎপরতা চলছে - ছবি : জাগরণ

ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় যাত্রীবাহী বাস ও বরযাত্রীবাহী মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের ৫ জনসহ ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ৮ জন।

শুক্রবার (২২ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ষোলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস  -  ছবি : জাগরণ

পুলিশ সুপার জায়েদুল আলম এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দুপুরে ঢাকাগামী স্বাধীন পরিবহনের একটি বাসের সঙ্গে শিমুলিয়াঘাটগামী বরযাত্রীবাহী একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৬ জন ও পরে হাসপাতালে নেয়ার পথে আরও ৪ জনের মৃত্যু হয়। এর মধ্যে এক বৃদ্ধা (৭০) ও  এক শিশুর (৮) মরদেহ রয়েছে।

লৌহজং ও শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ (এএসপি) মো. আসাদুজ্জামান জানান, আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ৮ জন যাত্রী আহত অবস্থায় এসে এখানে চিকিৎসা গ্রহণ করছেন।

এনআই