• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০১৯, ০৫:৩৩ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২৫, ২০১৯, ০৫:৩৩ পিএম

সাভারে মহাসড়কের দুপাশের সহস্রাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

সাভারে মহাসড়কের দুপাশের সহস্রাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের দুপাশে অবৈধভাবে গড়ে তোলা সহস্রাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। 

সোমবার (২৫ নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ডে সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও যুগ্ম-সচিব মাহবুবুর রহমান ফারুকীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।  

এসময় উচ্ছেদ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ফারুকী জানান, সারা দেশের ন্যায় সাভারে সড়কের দু’পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে করা হচ্ছে। আজ সোমবার ও মঙ্গলবার সাভারের আমিনবাজার থেকে নবীনগর পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশের সকল প্রকার অবৈধ স্থাপনা উচ্ছেদে হবে। বিশেষ করে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে আগত অতিথিদের যাতায়াত নির্বিঘ্নে করতে এই অভিযান চলছে।

এরই অংশ হিসেবে দুই দিনের চলমান অভিযানের প্রথম দিনে সোমবার গেন্ডা বাজারস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের দুপাশে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ১ হাজার স্থায়ী ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এসময় সকল অবৈধ স্থাপনাগুলোকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলেও জানান ওই নির্বাহী কর্মকর্তা।

কেএসটি

আরও পড়ুন