• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০১৯, ০৮:৪৮ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২৬, ২০১৯, ০৮:৪৮ পিএম

খুলনায় পৃথক হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন

খুলনায় পৃথক হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন

খুলনার তেরখাদা ও ডুমুরিয়া উপজেলায় পৃথক দুটি হত্যা মামলায় আদালত ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে খুলনার পৃথক দুটি আদালতের বিজ্ঞ বিচারক এই রায় দেন। এর মধ্যে তেরখাদা উপজেলার লস্করপুর গ্রামের রিকশাচালক আব্দুল আলী শেখ হত্যা মামলায় ৭ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুজ্জামান হিরো। অপর মামলাটি ডুমুরিয়া উপজেলার বিল পাবলায় ঘের মালিক শাহিন বন্দ হত্যা মামলায় খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী হত্যাকারী আসলাম সানা ওরফে জলিল সানাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তেরখাদার রিকশাচালক আলী শেখ হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ৭ আসামি হলেন ছলেমান গাজী, হাফিজ খান, জামাল শেখ, শওকত মোল্লা, আকতার শেখ, নেয়ামত শেখ ও মিন্টু ওরফে মন্টু। এ মামলায় অপর ৫ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেয়া হয়েছে।

এনআই

আরও পড়ুন