• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০১৯, ০২:৩৮ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২৮, ২০১৯, ০২:৩৮ পিএম

পার্বতীপুরে ৬৫০ কৃষক পেলেন কৃষি প্রণোদনা  

পার্বতীপুরে ৬৫০ কৃষক পেলেন কৃষি প্রণোদনা  

দিনাজপুরের পার্বতীপুরে চলতি রবি মৌসুমে (২০১৯-২০) গম ফসলের উৎপাদন বৃদ্বির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৬৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি উপকরণ (বীজ ও রাসায়নিক সার) বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলা কৃষি অফিস চত্বরে এসব বিতরণ করেন- অনুষ্ঠানের প্রধান অতিথি পার্বতীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম প্রামানিক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহনাজ মিথুন মুন্নী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু ও সহকারী কৃষি কর্মকর্তা সাজেদুর রহমান। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাকিবুজ্জামান। 

এ বিষয়ে পার্বতীপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাকিবুজ্জামান বলেন, উপজেলার ১০ ইউনিয়নের ৬৫০ জন কৃষকের প্রত্যেককে ২০ কেজি গম, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার প্রদান করা হয়। 

কেএসটি

আরও পড়ুন