• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২৯, ২০১৯, ০৬:৩৮ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২৯, ২০১৯, ০৬:৩৮ পিএম

ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলীর হিলি স্থলবন্দর পরিদর্শন

ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলীর হিলি স্থলবন্দর পরিদর্শন
হিলি স্থলবন্দর পরিদর্শন করছেন ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস  -  ছবি : জাগরণ

হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বৃদ্ধি ও ইমিগ্রেশন চেকপোস্টে যাত্রীসেবার মান বাড়ানো হবে। স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন শেষে এসব কথা বলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস।

শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে ভারতীয় হাইকমিশনারের নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধিদল দিনাজপুরে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় পৌঁছালে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বন্দরের ব্যবসায়ীরা।

পরে ভারতীয় হাইকমিশনার ডাকবাংলোতে বন্দরের ব্যবসায়ী ও প্রশাসনের কর্তাব্যক্তিদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে সীমান্তের শূন্যরেখা, ইমিগ্রেশন চেকপোস্ট ও স্থলবন্দর পরিদর্শন করেন তিনি। এ সময় তার সাথে ছিলেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম, উপজেলা চেয়ারম্যান ও আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন, জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক, হাকিমপুর থানার অফিসার ইনর্চাজ আব্দুর রাজ্জাকসহ আরো অনেকে।

এনআই

আরও পড়ুন