• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২৯, ২০১৯, ০৬:৫৭ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২৯, ২০১৯, ০৬:৫৭ পিএম

নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত

নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত

নেত্রকোনার কেন্দুয়া-মদন সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে খাদিজা খানম জেনু (২২) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। সিএনজি অটোরিকশার চালককে পুলিশ আটক করলেও পালিয়ে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশার চালক।

শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে কেন্দুয়া উপজেলার গুগবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত খাদিজা খানম জেনু জেলার মদন উপজেলার হাজী আব্দুল আজিজ খান সরকারি ডিগ্রি কলেজের ডিগ্রি শেষ বর্ষের ছাত্রী ছিলেন। তিনি মদনের নায়েকপুর পূর্বপাড়া গ্রামের রুহুল আমীনের মেয়ে।

আটক সিএনজি অটোরিকশার চালক হলেন মদনের বাশরী দক্ষিণপাড়া গ্রামের মৃত সন্তোষ মিয়ার ছেলে গোলাপ মিয়া (৪০)।

স্থানীয়রা জানান, মদন থেকে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি কেন্দুয়ার দিকে আসার পথে অপর দিক থেকে আসা কাঁচামাল বহনকারী একটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশার আরোহী খাদিজা খানম জেনু ঘটনাস্থলেই মারা যান।

এ সময় সিএনজি অটোরিকশার অপর আরোহী জেনুর ছোট ভাই এনায়েত খান বাপ্পি (২০) এবং মনিরুজ্জামান খান (৫৫), মোনায়েম খান (১৬) ও অটোরিকশায় থাকা কাঁচামাল ব্যবসায়ী দুলাল মিয়া (৫৫) আহত হন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের সবাই মদন উপজেলার বাসিন্দা।

এসব তথ্য নিশ্চিত করে কেন্দুয়া থানার ওসি মো. রাশেদুজ্জামান বলেন, কেউ অভিযোগ করলে এ ঘটনায় মামলা নেয়া হবে।

এনআই

আরও পড়ুন