• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০১৯, ০২:৪৭ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১, ২০১৯, ০২:৪৭ পিএম

চুয়াডাঙ্গা তেল ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি 

চুয়াডাঙ্গা তেল ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি 

জ্বালানী তেল বিক্রিতে কমিশন ৭.৫০ শতাংশ নির্ধারণ করাসহ ১৫ দফা দাবিতে চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে ট্যাংকলরী মালিক-শ্রমিক ও জ্বালানী তেল ব্যবসায়ীরা। 

রোববার (১ ডিসেম্বর) সকাল ৬টা থেকে চুয়াডাঙ্গা জেলার ২০টি পেট্রল পাম্প বন্ধ রেখে এই কর্মবিরতি পালন করছে তারা। এতে চরম ভোগান্তিতে পড়েছে মোটরসাইকেল চালকসহ বিভিন্ন পরিবহন চালকরা। 

পেট্রল পাম্পের মালিক ও শ্রমিকরা বলেন, খুলনা বিভাগের ট্যাংকলরী মালিক-শ্রমিক ও জ্বালানী তেল ব্যবসায়ীরা আজ থেকে এই কর্মবিরতি পালনের ঘোষণা দেয়। তাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে এই এটি পালন করা হচ্ছে। দাবি মেনে না নিলে কর্মবিরতি অব্যাহত থাকবে বলেও জানান তারা।

এর আগে, আজ থেকে খুলনা বিভাগসহ রংপুর ও রাজশাহী বিভাগের সকল ট্যাংকলরী মালিক-শ্রমিক ও জ্বালানী তেল ব্যবসায়ীরা এই কর্মবিরতির ডাক দিয়েছে।

টিএফ

আরও পড়ুন