• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০১৯, ০৫:০৩ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১, ২০১৯, ০৫:০৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় শিবিরের ২০ নেতাকর্মী আটক

ব্রাহ্মণবাড়িয়ায় শিবিরের ২০ নেতাকর্মী আটক
পুলিশের হাতে আটক শিবিরের ২০ নেতাকর্মী  -  ছবি : জাগরণ

ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘর আলহেরা হাফিজিয়া মাদরাসায় রোববার (১ ডিসেস্বর) বেলা সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে ছাত্রশিবিরের সভাপতি মো. নুরুল আমীনসহ ২০ জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হচ্ছে কসবার আকসিনার গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে নুরুল আমিন (২৭), কসবার লফখা গ্রামের জসিমউদ্দিনের ছেলে জামিল উদ্দিন (২৫), আখাউড়া দেবগ্রামের মৃত আ. মমিনের ছেলে সালমান পারভেজ (২১), নাসিরনগরের গোয়ালনগর গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে নাইমুল ইসলাম (২৮), আখাউড়ার ধর্মনগরের ওসমান গনির ছেলে শেখ সাদিক (২১), বিজয়নগর ইসলামপুরের সিরাজুল ইসলামের ছেলে হাসান মাহমুদ (২১), নবীনগরের গোপালপুরের সাইদুর রহমানের ছেলে জহিরুল ইসলাম (২২), কসবার কৃষ্ণপুরের আব্দুর রহমানের ছেলে আম্মার হোসাইন (২০), বিজয়নগরের আদমপুরের আব্দুল ওয়াদুদের ছেলে আবু সাইদ (১৯), আখাউড়ার জিকুটিয়া গ্রামের মোতাহার হোসেনের ছেলে হায়দর (১৮), বিজয়নগরের ইসলামপুরের শেখ ফরিদের ছেলে কাওসার হোসেন (২১), কুমিল্লার দেবীদ্বারের ফাতেহাবাদ গ্রামের আবুল খায়ের মহিবুল্লাহর ছেলে হাবিবুর রহমান (২০), ব্রাহ্মণবাড়িয়া সদরের দাতিয়ারা গ্রামের মৃত মোস্তাক খানের ছেলে মেনহাজ (১৮), বাঞ্ছারামপুরের বিষ্ণরামপুরের মৃত তুজু মিয়ার ছেলে শাহজালাল (২৭), বিজয়নগরের ইসলামপুরের আলী আজগরের ছেলে সাইফুল ইসলাম (২০), ব্রাহ্মণবাড়িয়া সদরের সুলতানপুরের আবুল খায়েরের ছেলে মাহমুদ (২০), বিজয়নগরের আমানপুরের বাবুল মিয়ার ছেলে জাকারিয়া (১৮), নবীনগরের লাউর ফতেপুর গ্রামের মৃত হুমায়ুন কবিরের ছেলে আলামিন (২২), নবীনগরের মাঝিকারা গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে জাহিদুল ইসলাম (২৪) ও নবীনগরের জল্লি গ্রামের বাবুল মিয়ার ছেলে সাহাবুদ্দিন (১৯)।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবির জানান, মহান বিজয় দিবসে নাশকতার ছক করছিলেন শিবিরের নেতাকর্মীরা। সে লক্ষ্যে তারা ভাদঘুর এলাকার আলহেরা হাফিজিয়া মাদরাসায় গোপন বৈঠক করছিল। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ২০ জনকে আটক করেছে। এ সময় বিপুলসংখ্যক জিহাদি বই উদ্ধার করা হয়।

সদর মডেল থানা পুলিশের ২ নং ফাঁড়ির পরিদর্শক (ইন্সপেক্টর) সোহাগ রানা জানান, পুরো জেলায় জামায়াত-শিবিরের কার্যক্রম এ মাদরাসা থেকেই পরিচালিত হতো বলে জানতে পেরেছি। অভিযানে বিপুলসংখ্যক জিহাদি বই, সরকারবিরোধী লিফলেট ও জামায়াত নেতাদের প্যাড এবং সিলমোহর জব্দ করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে জিহাদি বই, সিডি, লিফলেট, চাঁদার রশিদ, কর্মপরিকল্পনার ডায়েরি, পোস্টার ও কম্পিউটারের সিপিও উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এনআই

আরও পড়ুন