• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০১৯, ১২:৩১ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ২, ২০১৯, ১২:৩১ পিএম

বাসে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে হেলপার গ্রেফতার

বাসে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে হেলপার গ্রেফতার

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একটি বাসে আট বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই বাসের হেলপার মুজিবুরকে (৫০) আটক করে ত্রিশাল থানায় সোপর্দ করা হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) তাকে ময়মনসিংহ জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 

রোববার (১ ডিসেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পরিবহনের জন্য ভাড়ায় চালিত একটি বাসের ভিতরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  রোববার বিকালে বিশ্ববিদ্যালয়ের ১ নং গেইটের পাশে গাড়ি গ্যারেজের সামনে মোবাইলে ভিডিও দেখার কথা বলে ওই শিশুকে বাসের ভিতরে নিয়ে যায় মুজিবুর। পরে বাসের ভিতরে শিশুটিকে ধর্ষণের চেষ্টার সময় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী তা দেখে ফেলে। পরে আরো শিক্ষার্থী এসে শিশুটিকে উদ্ধার করে এবং মুজিবুরকে পিটুনি দিয়ে প্রক্টরের কাছে নিয়ে যান।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর উজ্জ্বল কুমার বলেন, আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে।
 
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। 

কেএসটি

আরও পড়ুন