• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০১৯, ০২:৩৩ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ২, ২০১৯, ০২:৩৩ পিএম

বাজার মনিটরিংয়ে ছুটে গেলেন জেলা প্রশাসক

বাজার মনিটরিংয়ে ছুটে গেলেন জেলা প্রশাসক

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিংয়ে নিজেই ছুটে গেলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। সোমবার (২ ডিসেম্বর) সকালে চুয়াডাঙ্গার চালের ও কাঁচা সবজির বাজার তিনি পরিদর্শন করেন।

অসাধু ব্যবসায়ীরা বাজারে নিত্যপণ্যের দাম বাড়াতে না পারে সেজন্য তিনি বিক্রেতাদের চালানপত্র পরিদর্শন করেন। 

জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জানান, ব্যবসায়ীদেরকে নিত্যপণ্যের তালিকা প্রদর্শন, ক্রয় চালান পরিদর্শন এবং সঠিক মূল্য রাখতে বলেন। এর ব্যত্যয় হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। 

জেলা প্রশাসকের এমন উদ্দ্যোগে খুশি হন ক্রেতা সাধারণ।

বাজার মনিটরিং এ আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসকগণ, সদর উপজেলা নির্বাহী অফিসার, জেলা মার্কেটিং অফিসার এবং সহকারী পরিচালক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা। 

কেএসটি

আরও পড়ুন