• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০১৯, ০৪:০৪ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৩, ২০১৯, ০৪:০৪ পিএম

বগুড়ায় আপত্তিকর অবস্থায় নারীসহ যুবদল সদস্য গ্রেফতার

বগুড়ায় আপত্তিকর অবস্থায় নারীসহ যুবদল সদস্য গ্রেফতার
পুলিশের হাতে গ্রেফতারকৃত যুবদলের সদস্য মুরাদ হোসেন - ছবি : জাগরণ

বগুড়ার ধুনটে মুরাদ হোসেন নামের তিন সন্তানের জনক যুবদলের সদস্য ও তার প্রেমিকাকে অবৈধভাবে রাতযাপনের অভিযোগে গ্রেফতার করে‌ছে পু‌লিশ। মুরাদ হোসেন উপজেলার রাঙ্গামাটি গ্রামের গোলাম ইদ্রিস খোকার ছেলে এবং স্থানীয় দিদারপাড়া কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি।

মঙ্গলবার (৩ মঙ্গলবার) দুপুরের দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুরাদ হোসেনের বিরুদ্ধে ২০১৮ সালে মারপিটের ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়। ওই মামলা তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। কিন্তু মুরাদ হোসেন আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক। মুরাদ হোসেন পুলিশের গ্রেফতার এড়াতে পলাতক ছিলেন।

সোমবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই প্রেমিকার ঘর থেকে মুরাদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একই বিছানায় রাতযাপনের অভিযোগে প্রেমিকাকেও গ্রেফতার করা হয়।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারি পরোয়ানামূলে মুরাদ হোসেনকে গ্রেফতারকালে একই ঘরে অবৈধভাবে রাতযাপনের অভিযোগে তার প্রেমিকাকে গ্রেফতার করা হয়েছে।

এনআই

আরও পড়ুন