• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০১৯, ০৬:০৫ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৪, ২০১৯, ০৬:০৫ পিএম

পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

হিলিতে পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জীবন দিতে হলো মেহেদি হাসান সনি (২৫) নামের এক যুবককে।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার বোয়ালদাড় গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান সনি ঐ গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, চাকরির জন্য তিন বছর আগে একই গ্রামের মিজানুর রহমানকে ২ লাখ ৫০ হাজার টাকা দেন মেহেদী হাসান সনি। এরপর তার চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইলে তালবাহানা করে পালিয়ে থাকে মিজানুর রহমান। বুধবার গ্রামের বাড়িতে আসলে মিজানুর রহমানের কাছে টাকা ফেরত চায় মেহেদী। এই নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয় তাদের। একপর্যায়ে মিজানুরের সাথে থাকা তার ভাগ্নে দেলোয়ার হোসেন মেহেদী হাসানকে ছুরিকাঘাত করে। পরে আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

হাকিমপুর থানার ওসি আব্দুর রাজ্জাক আকন্দ জানান, স্থানীয়দের মাধ্যমে আমরা ঘটনাটি জানতে পেরেছি। ঘটনা সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর মেড়িকেল হাসপাতালে প্রেরণ করা হবে।

কেএসটি

আরও পড়ুন