• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০১৯, ১২:০১ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৫, ২০১৯, ১২:০১ পিএম

মুক্তিযোদ্ধা পেটানো সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার, আটক ১

মুক্তিযোদ্ধা পেটানো সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার, আটক ১
আটক ইউপি মেম্বার - ছবি : জাগরণ

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় মুক্তিযোদ্ধা ও শিক্ষক ওসমান গণি চৌধুরীকে (৮৬) মারধরের ঘটনায় ছাত্রলীগ নেতা মো. মাজাহারুল ইসলাম বাইতুল্লাহকে বহিষ্কার করা হয়েছে। তিনি ফুলবাড়িয়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের বিজ্ঞান শাখার সাধারণ সম্পাদক ছিলেন। 

বুধবার (৪ ডিসেম্বর) রাতে সংগঠনের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রফিকুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক মো. সারোয়ার হোসেন। 

ইউপি সদস্য মোফাজ্জল হোসেন, ছাত্রলীগ নেতা মাজাহারুল ইসলাম বাইতুল্লাহসহ অজ্ঞাতপরিচয় পাঁচ-সাতজনকে আসামি করে থানায় মামলা করেছেন ভুক্তভোগী মুক্তিযোদ্ধার ছেলে সাবেক ছাত্রলীগ নেতা মো. গোলাম রব্বানি।

বুধবার রাতে থানা পুলিশ মামলার এক নাম্বার আসামি ইউপি সদস্য মোফাজ্জল হোসেনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার।

উল্লেখ্য, গত ২৮ নভেম্বর সকালে স্থানীয় ইউপি সদস্য মোফাজ্জল হোসেনসহ ৮/৯ জন পল্লী বিদ্যুতের নতুন লাইনের গ্রাহকদের কাছ থেকে টাকা নেয়ার প্রতিবাদ করায় তার উপর হামলা হয়।

কেএসটি

আরও পড়ুন