• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০১৯, ০১:২০ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৫, ২০১৯, ০১:২০ পিএম

আশুলিয়ায় ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

আশুলিয়ায় ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

সাভারের আশুলিয়ায় একটি নির্মাণাধীন ভবনের পাঁচ তলা থেকে পড়ে আল আমিন (১৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে আশুলিয়ার কুরগাঁও এলাকার অ্যাডভোকেট সাহাবুদ্দিনের মালিকানাধীন ভবন থেকে পড়ে ওই শ্রমিকের মৃত্যু হয়।

নিহত আল আমিন (১৮) নীলফামারী জেলার জলঢাকা থানার পূর্ব শিমুলবাড়ি গ্রামের মো. আহিনূরের ছেলে।

নিহতের সহকর্মীরা জানায়, সকালে কুরগাঁও এলাকার নির্মাণাধীন ওই ভবনে কাজ করতে যান আল আমিনসহ কয়েকজন শ্রমিক। এসময় আল আমিন ভবনের ৫ম তলায় ছাদের কিনারে দাঁড়িয়ে নিচ থেকে রড টেনে তোলার কাজ করছিলেন। হঠাৎ রড তোলার সময় ছাদ থেকে নিচে পড়ে যায় তিনি। এরপর স্থানীয় এলাকাবাসী ও আল আমিনের সহকর্মীরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে যান। এসময়  হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বদরুজ্জামান জানান, কুরগাঁও এলাকায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় দুর্ঘটনাবশত পাঁচ তলা থেকে নিচে পড়ে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

কেএসটি

আরও পড়ুন