• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০১৯, ০৭:৫৬ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৫, ২০১৯, ০৭:৫৬ পিএম

আশুলিয়ার দুই কারখানার আগুন নিয়ন্ত্রণে

আশুলিয়ার দুই কারখানার আগুন নিয়ন্ত্রণে

সাভারের আশুলিয়ার টঙ্গী-আশুলিয়া সড়কের বেড়িবাঁধ এলাকায় অ্যানন টেক্স ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের নতুন ডিইপিজেড এলাকায় শর্শা ডেনিমস নামের দুটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দীর্ঘ আড়াই ঘণ্টা চেষ্টায় উভয় কারখানার আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় ফায়ার সার্ভিস সদর দফতরের অপারেটর জিয়াউর রহমান আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেন। ওই ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরো জানান, বিকেল ৪টার দিকে আশুলিয়ার টঙ্গী-আশুলিয়া সড়কের বেড়িবাঁধ এলাকায় অ্যানন টেক্স পোশাক কারখানায় হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার  সার্ভিসের ৭ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর আগুন নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন ফায়ার সার্ভিসের আরো ৪ ইউনিট যুক্ত হয়। এ সময় মোট ১১ ইউনিট ২ ঘণ্টার বেশি সময় চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এদিকে বিকেলে সাভারের নতুন ডিইপিজেডের শার্শা ডেনিমস কারখানায় হঠাৎ আগুন ধরে। পরে খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৩ ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এরপর আগুন নিয়ন্ত্রণের জন্য আরো ২ ইউনিটসহ মোট ৫ ইউনিট নিয়ন্ত্রণে কাজ করে। এ সময় ২ ঘণ্টা চেষ্টা করে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হন।

তবে তৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ নিশ্চিত করতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তা।

এনআই

আরও পড়ুন