• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০১৯, ০৯:১২ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৫, ২০১৯, ০৯:১২ পিএম

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক লিটন, মহানগরে শফিক

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক লিটন, মহানগরে শফিক
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি ও মহানগর বিএনপির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক - ছবি : জাগরণ

১৯৯০ সালে এরশাদবিরোধী আন্দোলনের জাতীয় ছাত্রনেতা, তৎকালীন ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা ডা. মাহবুবুর রহমান লিটনকে আহ্বায়ক করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। তিনি ত্রিশাল উপজেলা বিএনপিরও সভাপতি।

এছাড়া জেলা ও ফুলবাড়ীয়ার আখতারুল আলম ফারক, মুক্তাগাছা বিএনপির জাকির হোসেন বাবলুসহ ১১ জনকে যুগ্ম আহ্বায়ক করে ৫২ সদস্যবিশিষ্ট জেলা বিএনপির কমিটি কেন্দ্রীয় বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত কমিটির অনুমোদন দেয়া হয়েছে। ডা. মাহবুবুর রহমান লিটন এক প্রতিক্রিয়ায় দলীয় হাইকমান্ডের দেয়া গুরুদায়িত্ব পালনে মিডিয়াসহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

একই পত্রে অধ্যাপক একেএম শফিকুল ইসলামকে আহ্বায়ক এবং আবু ওয়াহাব আকন্দ ও অধ্যাপক শেখ আমজাদ আলীসহ আরো ১০ জনকে যুগ্ম আহ্বায়ক করে ৬০ সদস্যবিশিষ্ট ময়মনসিংহ মহানগর বিএনপির অনুমোদন দেন মুহম্মদ মুনির হোসেন।

নতুন কমিটি গঠিত হওয়ায় বর্তমান নতুন নেতৃত্বে জেলা ও মহানগর বিএনপি আরো চাঙা হবে দলীয় নেতাকর্মীরা আশা করছেন।

এনআই

আরও পড়ুন