• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০১৯, ০১:৪৯ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৬, ২০১৯, ০১:৪৯ পিএম

মেহেরপুরে বোমা সদৃশ বস্তু উদ্ধার, নিষ্ক্রিয় করতে আসছে সেনাবহিনী

মেহেরপুরে বোমা সদৃশ বস্তু উদ্ধার, নিষ্ক্রিয় করতে আসছে সেনাবহিনী
মেহেরপুরে জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসের গেটের পাশে পাওয়া বোমা সদৃশ সেই বস্তু

মেহেরপুরে জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসের গেটের পাশে পাওয়া বোমা সদৃশ একটি বস্তু শনাক্ত করেছে পুলিশ। বস্তুটি চোখে পড়ায় বিষয়টি অবগত করা হলে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় স্থানীয় পুলিশ প্রশাসন। বস্তুটি উদ্ধার করে নিষ্ক্রিয় করার জন্য এরইমধ্যে সেনাবহিনীর সাহায্যে চেয়েছে পুলিশ।

শুক্রবার (৬ ডিসেম্বর) এ কাজের জন্য সেনাবাহিনীর একটি বম ডিসপোজাল ইউনিট এখানে আসছে বলে জানা গেছে।

এদিকে গতকাল রাত ৯ টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে র‌্যাবের বোমা বিশেষজ্ঞ একটি দল।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসের কর্মচারীরা গেটের পাশে প্রাচীরের সঙ্গে একটি ব্যাগে বোমা সদৃশ বস্তুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যাগের ভেতরে একটি ইলেকট্রনিক ডিভাইস যুক্ত বোমা সদৃশ বস্তুটি দেখতে পায়।

ওই বস্তুটির পাশে ‘আনসারুল ইসলাম জঙ্গি দলের বরাতে একটি চিঠি পাওয়া গেছে। পরে বোমাটি নিষ্ক্রিয় করার জন্য খুলনা র‌্যাবের বোম ডিসপোজাল ইউনিটকে খবর দিলে তাদের একটি টিম গতকাল রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন।

মেহেরপুর পুলিশ সুপার এসএম মুরাদ আলী জানান, আতঙ্ক সৃষ্টির জন্য এটি কেউ রেখে যেতে পারে। উদ্ধার হওয়া চিরকুটে হাতে লেখা রয়েছে ‘আনসারুল ইসলাম দল’। এটা নিয়েও আমরা তদন্ত শুরু করেছি।

বোমা নিষ্ক্রিয় করার জন্য সেনাবাহিনী টিমের সাথে যোগাযোগ করা হয়েছে। তারা আজ দুপুরের মধ্যে চলে আসবে বলে আশ্বাস দিয়েছে।

এসকে