• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০১৯, ০৪:১২ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৬, ২০১৯, ০৪:১২ পিএম

চট্টগ্রামে শিপইয়ার্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৭

চট্টগ্রামে শিপইয়ার্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৭

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানার নিউমুরিং সল্টগোলা ক্রসিং এলাকায় মেরিন ওয়ার্কশপ নামের একটি শিপইয়ার্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৭ জন দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন নুরুল আলম (৩৪), ওসমান গণি (৪৫), রাজিব দাশ (৩০), রাকিব (১৮), আজম (২৩), এনায়েত (৩৪) ও রিফাত (২১)।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসদ্দী জানান, ওয়েস্টার্ন মেরিন ওয়ার্কশপ নামের শিপইয়ার্ড কারখানায় বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে যায়। সেখান থেকে দ্বগ্ধ ৭ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

ইপিজেড থানার এসআই মনির হোসেন জানান, ওয়ার্কশপটির বাইরে রাস্তার ওপর ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন শ্রমিকরা। এতে হঠাৎ একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভুঁইয়া বলেন, আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা চলছে। তাদের মধ্যে এনায়েতের অবস্থা আশঙ্কাজনক। অন্যরা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।

এনআই

আরও পড়ুন