• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০১৯, ০৫:২৭ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৬, ২০১৯, ০৫:২৭ পিএম

ঝিনাইদহে বিজিবির হাতে আটক আরো ৭ বাংলাদেশি

ঝিনাইদহে বিজিবির হাতে আটক আরো ৭ বাংলাদেশি
ভারত থেকে ফিরে আসার পথে মহেশপুরে বিজিবির হাতে আটক ৭ ব্যক্তি  -  ছবি : জাগরণ

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) খালিশপুর ব্যাটালিয়নের সদস্যরা অবৈধভাবে বাংলাদেশে আসার অভিযোগে দুই নারীসহ সাত বাংলাদেশিকে আটক করেছেন।

ঝিনাইদহের সীমান্তবর্তী মহেশপুর উপজেলার ছাগলেরমোড় এলাকা থেকে শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তাদের আটক করা হয়।

বিজিবির অতিরিক্ত পরিচালক কামরুল হাসান জানান, ওইসব নাগরিক ভারতীয় সীমান্ত এলাকা থেকে বাংলাদেশে প্রবেশ করলে খোসালপুর বিওপির সদস্যরা তাদের আটক করেন। আটক ব্যক্তিরা কোনো প্রকার বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাদের মহেশপুর থানায় পাঠানো হয়। আটক ব্যক্তিরা কাজের সন্ধানে ৪-৫ মাস আগে বাংলাদেশ থেকে ভারতে যান, তবে ওই দেশের রাজনৈতিক কর্মী ও পুলিশের ভয়ে তারা আবার ফিরে আসার চিন্তা করেন বলে বিজিবির কর্মকর্তা জানান।

উল্লেখ্য, গত তিন সপ্তাহে ভারত থেকে ফিরে আসার পথে প্রায় ৩০০ বাংলাদেশিকে বিজিবির সদস্যরা আটক করেন। তারা কাজের সন্ধানে ভারতে গিয়ে ফিরে আসার পথে মহেশপুর সীমান্তরক্ষীদের হাতে ধরা পড়েন বলে বিজিবি জানায়।

এনআই

আরও পড়ুন