• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০১৯, ০৮:১৭ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৬, ২০১৯, ০৮:১৭ পিএম

চট্টগ্রামে ধরা পড়ল বিশালাকার হোয়েল শার্ক

চট্টগ্রামে ধরা পড়ল বিশালাকার হোয়েল শার্ক
মাছ ধরার নৌকার চেয়েও দ্বিগুণ বড় হোয়েল শার্ক  -  ছবি : জাগরণ

চট্টগ্রামের বাঁশখালীতে এক জেলের জালে ধরা পড়ল বিশালাকার হোয়েল শার্ক। এর আকার মাছ ধরার নৌকার চেয়েও দ্বিগুণ বড়।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে হোয়েল শার্কটি (তিমি হাঙর) চট্টগ্রামের ফিশারিঘাটে আনা হলে বিপুলসংখ্যক লোক সেটি দেখার জন্য ভিড় জমান বলে জানান মা মৎস্য ভান্ডারের ব্যবস্থাপক অনিল দাশ।

তিনি জানান, চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়নের বাংলাবাজার এলাকার মো. রিদুয়ান (৩০) নামের এক জেলে হোয়েল শার্কটি নিয়ে আসেন।

রিদুয়ান জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত ৮টার দিকে সাগরে জাল তুলতে যান তিনি। জালে মাছ ঢুকেছে কি না দেখতে গিয়ে দেখা গেল অদ্ভুত এক কাণ্ড। জাল টানতেই মনে হলো নৌকাসহ টেনে নিয়ে যাচ্ছে। অনেক টানাহেঁচড়া করেও জাল তুলতে ব্যর্থ হন তিনি। পরে বেশ কয়েকবার চেষ্টা করে নৌকায় জাল তুলতে সক্ষম হন। জাল টেনে দেখেন বিশালাকার অচেনা এক সামুদ্রিক মাছ (হোয়েল শার্ক), যার ওজন আনুমানিক দুই টন হতে পারে।

তিনি বলেন, হোয়েল শার্কটি এতই লম্বা যে নৌকায় রাখার ধারণক্ষমতা ছিল না। অর্ধেক খালে ও অর্ধেক নৌকায় ঠাঁই হয়। ফলে দৈর্ঘ্য-প্রস্থ পরিমাপ করা সম্ভব হয়নি। এটি বেশি দামে বিক্রির আশায় শুক্রবার সকালে ফিশারিঘাটের আড়তে নিয়ে আসা হয়। কিন্তু সেখানে বিপুলসংখ্যক লোক মাছটি দেখতে ভিড় জমান।

রিদুয়ান আরো বলেন, জালের ভেতরে নাড়াচাড়া করতে করতে হোয়েল শার্কটি মারা গেছে বলে সন্দেহ করছেন জেলেরা।

তবে বাঁশখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবর রহমান বলেন, জেলের জালে বিশালাকার সামুদ্রিক মাছটি টাইগার শার্ক হতে পারে।

এনআই

আরও পড়ুন