• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০১৯, ১২:৪৪ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৭, ২০১৯, ১২:৪৪ পিএম

অবৈধ অনুপ্রবেশের দায়ে শিশুসহ আরো ১২ জন আটক

অবৈধ অনুপ্রবেশের দায়ে শিশুসহ আরো ১২ জন আটক

ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। বাংলাদেশি ১২ জন নাগরিককে আটক করেছে বিজিবি। শনিবার (৭ ডিসেম্বর) সকালে তাদেরকে আটক করা হয়। আটকের মধ্যে রয়েছে- ৪ জন পুরুষ, ৩ জন নারী ও ৫ অপ্রাপ্ত বয়স্ক শিশু। 

মহেশপুর খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক (উপঅধিনায়ক) কামরুল হাসান জানান, শনিবার ভোররাতে মহেশপরের সোনাগাড়ি এলাকায় বিওপির টহলদল সীমান্ত পিলার ৬১/৯ এর কাছ থেকে বাংলাদেশের অভ্যন্তরে একটি চলন্ত বাস থেকে ওই ১২ জন বাংলাদেশি নাগরিককে আটক করেন। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, তারা কাজের সন্ধানে ভারতে যান। সেখান থেকে তারা চাপের মুখে বাধ্য হয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা বাংলাদেশি নাগরিক। অবৈধভাবে ভারত থেকে সীমান্ত অতিক্রম করার দায়ে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১ (১) (গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। শুক্রবার আরো ৭ ব্যক্তিকে ওই এলাকা থেকে আটক করে বিজিবি।

কেএসটি
 

আরও পড়ুন