• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০১৯, ০২:৪৪ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৭, ২০১৯, ০২:৪৪ পিএম

হিলিতে ফেনসিডিল ও গাঁজাসহ আটক ৫

হিলিতে ফেনসিডিল ও গাঁজাসহ আটক ৫

দিনাজপুরের হিলিতে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৮৮ বোতল ফেনসিডিল ও ১শ গ্রাম গাঁজাসহ পাঁচ জনকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ। 

শনিবার (৭ ডিসেম্বর) ভোর রাত থেকে সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

হাকিমপুর থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক আকন্দ জানান, পুলিশ সুপারের নির্দেশে হিলিকে মাদকমুক্ত করতে হাকিমপুর থানা পুলিশ প্রতিদিন মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছে। এর অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিল ও গাঁজাসহ পাঁচ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। 

আটককৃতরা হলেন, হাকিমপুর উপজেলার রায়ভাগ গ্রামের মৃত শফিক উদ্দিনের ছেলে বিপ্ল হোসেনে (৩২), হাকিমপুরের চুড়িপট্রি গ্রামের সোহেলের স্ত্রী গুলনাহার (২৭), হাকিমপুরের ঘাসুরিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী রাজিয়া বেগম (৩০), হাকিমপুরের রায়ভাগ গ্রামের মিজানুর রহমানের ছেলে মাহবুব রহমান শাহিন (৩২) ও জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দঘদঘা গ্রামের আফতাব উদ্দিনের ছেলে আনিছুর রহমান (৪০)।

আটককৃতদের বিরুদ্ধে হাকিমপুর থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে দিনাজপুর জেল-হাজতে পাঠানো হয়েছে।

কেএসটি

আরও পড়ুন