• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০১৯, ০৫:৩২ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৭, ২০১৯, ০৫:৩২ পিএম

তারেকের দেশে আসা প্রতিহত করার ঘোষণা নওফেলের

তারেকের দেশে আসা প্রতিহত করার ঘোষণা নওফেলের
লালদীঘির মাঠে চট্টগ্রাম উত্তর জেলা আ‍‍`লীগের সম্মেলনে বক্তব্য দিচ্ছেন নওফেল - ছবি : জাগরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দেশে আসার চেষ্টা করলে চট্টগ্রামবাসীকে নিয়ে তাকে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শনিবার (৭ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম মহানগরীর লালদীঘির মাঠে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

নওফেল আরো বলেন, ‘তারেক রহমান এই চট্টগ্রামকে ব্যবহার করে ১০ ট্রাক অস্ত্র এনে বাংলাদেশ তথা দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রতিবেশী দেশ ভারতকে অস্থিতিশীল করতে চেয়েছিলেন। চট্টগ্রামের মানুষ তারেক রহমানকে বাংলাদেশ থেকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। আমরা তাকে বাংলাদেশে চাই না। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিজ্ঞা করি, যাতে এই অপশক্তির রাজনীতিকে আমরা চট্টগ্রাম থেকে এবং বাংলাদেশ থেকে কবর দিতে পারি।’

এর আগে বেলা সোয়া ১১টায় সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এনআই

আরও পড়ুন