• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০১৯, ০৫:৫২ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৭, ২০১৯, ০৫:৫২ পিএম

চট্টগ্রামে আ‍‍`লীগের সম্মেলনে চেয়ার ছোড়াছুড়ি

চট্টগ্রামে আ‍‍`লীগের সম্মেলনে চেয়ার ছোড়াছুড়ি
সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী দুই নেতার অনুসারীদের চেয়ার ছোড়াছুড়ি  -  ছবি : জাগরণ

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরুর আগেই সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী দুই নেতার অনুসারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় চেয়ার ছোড়াছুড়ির ঘটনাও ঘটে। শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে নগরীর লালদীঘি ময়দানে এ ঘটনা ঘটে।

নেতাকর্মীরা জানান, সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আতাউর রহমান ও সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দীনের সমর্থকদের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, আওয়ামী লীগের দুই নেতার অনুসারীদের মধ্যে হাতাহাতি শুরু হয়, যা ধাওয়া পাল্টা ধাওয়ায় রূপ নেয়। এ সময় একে অপরের মাঝে চেয়ার ছোড়াছুড়ির ঘটনাও ঘটে। তবে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এরপর বেলা সাড়ে ১১টার দিকে বেলুন উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় নেতারা। উদ্বোধনী বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। সভাপতিত্ব করেন উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী।

এনআই

আরও পড়ুন