• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০১৯, ১১:০৮ এএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৮, ২০১৯, ১১:০৮ এএম

বানারীপাড়ায় ট্রিপল মার্ডারের ঘটনায় মামলা দায়ের

বানারীপাড়ায় ট্রিপল মার্ডারের ঘটনায় মামলা দায়ের

বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুরে ট্রিপল মার্ডারের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত বৃদ্ধা মরিয়ম বেগমের ছেলে সুলতান মাহমুদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

তথ্যের সত্যতা নিশ্চিত করে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শিশির কুমার পাল দৈনিক জাগরণকে জানান, ৩০২ সহ বেশ কয়েকটি ধারায় এই মামলাটি দায়ের করা হয়েছে। তবে মামলায় কাউকে নামধারী আসামি করা হয়নি। অজ্ঞাতনামা আসামি করে মামলাটি করা হয়েছে।

ওসি বলেন, ‘মামলায় কাউকে আসামি না করা হলেও হত্যাকাণ্ডের ঘটনায় আটককৃত ঝালকাঠির নলছিটি উপজেলার পূর্ব রায়পাশা গ্রামের চুন্নু হাওলাদারের ছেলে রাজমিস্ত্রি ও ভণ্ড ফকির জাকির হোসেন এবং তার সহযোগী বাকেরগঞ্জের বাসিন্দা জুয়েলকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

প্রসঙ্গত, শনিবার (৭ ডিসেম্বর) ভোরে বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর গ্রামের হাওলাদার বাড়ির বাসিন্দা কুয়েক প্রবাসী হাফেজ আব্দুর রব এর বাড়ি থেকে তার মা মরিয়ম বেগম (৭৫), বেড়াতে আসা ভগ্নিপতি সাবেক শিক্ষক সফিকুল আলম (৬৫) ও বাড়ির পুকুর থেকে খালাতো ভাই ইউসুফের (২২) হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়।

কেএসটি

আরও পড়ুন