• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০১৯, ১১:১৫ এএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৮, ২০১৯, ১১:১৫ এএম

চট্টগ্রামে বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

চট্টগ্রামে বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চরম্বা ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা পূর্ব মাইজবিলা কবরস্থান মুড়া এলাকায় বন্য হাতির আক্রমণে নুরুল আলম (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 
খবর পেয়ে রোববার (৮ ডিসেম্বর) সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন লোহাগাড়া থানার ডিউটি অফিসার জহিরুল ইসলাম। 

তিনি জানান, শনিবার রাত ৯টার দিকে বন্য হাতির আক্রমণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে নুরুল আলমের মৃত্যু ঘটে। সে ওই এলাকার মৃত আবদুস সোবহানের ছেলে। 

চরম্বা ইউপি সদস্য জয়নাল আবেদীন জানান, ১০-১২টি বন্য হাতির একটি দল শনিবার সন্ধ্যা থেকে লোকালয়ে এসে কৃষকের ধানক্ষেত নষ্ট করছিল। এ সময় স্থানীয় লোকজন হাতি তাড়ানোর জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেন। এতে বন্য হাতি ক্ষিপ্ত হয়ে মানুষের উপর আক্রমণ করে। 
প্রাণ বাচাতে দৌড়াদৌড়ির মাঝে কৃষক নুরুল আলম মাটিতে পড়ে গেলে বন্য হাতি শুড় দিয়ে আঁছড়ে ছুড়ে ফেলে। এতে তার মৃত্যু ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। 

কেএসটি

আরও পড়ুন