• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০১৯, ০১:৪৩ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৮, ২০১৯, ০১:৪৭ পিএম

চট্টগ্রামে কোটি টাকার স্বর্ণের বারসহ যাত্রী আটক

চট্টগ্রামে কোটি টাকার স্বর্ণের বারসহ যাত্রী আটক
আটককৃত যাত্রী অহিদুল আলম -ছবি : জাগরণ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে ২০টি স্বর্ণের বার ও বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ অহিদুল আলম নামের এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা। 

রোববার (৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে এক অভিযানে তাকে আটক করা হয়। আটক মোহাম্মদ অহিদুল বাড়ি হাটহাজারী উপজেলার চারিয়া গ্রামে।

চট্টগ্রাম কাস্টমসের উপ-কমিশনার রিয়াদুল ইসলাম জানান, দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-১৪৮ আজ সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা সংস্থার সদস্যরা দোতলার বোর্ডিং লাউঞ্জে যাত্রীদের তল্লাশি শুরু করেন। তল্লাশির একপর্যায়ে অহিদুল আলমের কাছ থেকে ২০টি স্বর্ণের বার ও বিপুল পরিমাণ বিদেশি সিগারেট পাওয়া যায়।

জব্দকৃত স্বর্ণের বারের ওজন ২ কেজি ৩৪০ গ্রাম। জব্দ সিগারেটের গণনা চলছে। আটক যাত্রী ও স্বর্ণের বারগুলো আইনি কার্যক্রম ও মামলার জন্য শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কাছে হস্তান্তর করা হয়।

একেএস
 

আরও পড়ুন