• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০১৯, ০৩:৫৭ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৮, ২০১৯, ০৪:০৩ পিএম

ইভিএমে হচ্ছে হাইমচর উপজেলা পরিষদ নির্বাচন

ইভিএমে হচ্ছে হাইমচর উপজেলা পরিষদ নির্বাচন

ইভিএমে প্রথমবারের মতো চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে। আগামী ১৩ জানুয়ারি ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। হাইমচর উপজেলার মোট ৩১টি ভোট কেন্দ্রের প্রত্যেকটিতে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। মোট ভোটার সংখ্যা ৮২ হাজার ১শ ১০ জন।

এ বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে গণবিজ্ঞপ্তি জারি করা হয়। যার স্বারক নং ১৭.০০.০০০০.০৭৯.৪০.০২৮.১৯.৭৩২।

হাইমচর উপজেলা নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিপন হোসেন বলেন, গত ৫ ডিসেম্বর হাইমচর উপজেলা পরিষদের সাধারন নির্বাচনে সকল ভোটকেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়।

নির্বাচনি তফসীলনুযায়ী দেখা গেছে, মনোনয়ন দাখিলের শেষ সময় আগামী ১২ ডিসেম্বর। যাচাই-বাছাই ১৫ ডিসেম্বর ও প্রত্যাহারের তারিখ ২২ ডিসেম্বর।

একেএস

আরও পড়ুন