• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০১৯, ০৫:৪২ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৮, ২০১৯, ০৫:৪২ পিএম

ফেসবুকে সতিনের ছবি দেখে গৃহবধূর আত্মহত্যা

ফেসবুকে সতিনের ছবি দেখে গৃহবধূর আত্মহত্যা

লক্ষ্মীপুরে আসমা আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।পরিবারের দাবি, ফেসবুক সতিনের ছবি দেখে আসমা সহ্য করতে পারেনি। এ কারণেই সে আত্মহত্যা করেছে। এছাড়াও অভিযোগে উঠে যে, আসমার কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করে তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন এবং তাকে শারীরিক নির্যাতনও করে।  

রোববার (৮ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার কাফিলাতলি এলাকায় বাবার বাড়ি থেকে আসমার মরদেহটি উদ্ধার করে পুলিশ। 

নিহতের পরিবার ও পুলিশ জানায়, দুই বছর আগে আসমার সঙ্গে রায়পুর উপজেলার সাগরদী গ্রামের আবদুল মালেকের সঙ্গে বিয়ে হয়। মালেক সাগরদী গ্রামের হুমায়ুনের ছেলে ও আসমা সদরের কাফিলাতলি এলাকার জাকির হোসেনের মেয়ে। বিয়ের কিছুদিন পরই স্বামীসহ শশুর বাড়ির লোকজন ৫ লাখ টাকা যৌতুকে দাবিতে আসমাকে মারধর করেছে বলে পরিবারের অভিযোগ। এর প্রেক্ষিতে গত শনিবার পরিবারের লোকজন শ্বশুর বাড়ি থেকে আসমাকে নিয়ে আসেন। পরে ফেসবুকের ব্যক্তিগত আইডিতে মালেক একটি মেয়ের ছবি দিয়ে দ্বিতীয় স্ত্রী দাবি করে। এটি সহ্য করতে না পেরেই আসমা আত্মহত্যা করছে বলে পরিবারের দাবি। 

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে। 

টিএফ

আরও পড়ুন