• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০১৯, ০৮:৩৯ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৮, ২০১৯, ০৮:৪০ পিএম

গাইবান্ধায় দু‍‍’দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন

গাইবান্ধায় দু‍‍’দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন

গাইবান্ধা শুরু হলো দু’দিনব্যাপী তথ্য মেলা। রোববার (৮ ডিসেম্বর) স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয়। এটির আয়োজন করে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি ‘সনাকের’ এবং ‘টিআইবি’।

এ উপলক্ষে আজ বিকালে স্বাধীনতা প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে স্বাধীনতা মঞ্চে সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক জহুরুল কাইয়মের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ডা. এবিএম আবু হানিফ, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হোসেন আলী, ভারপ্রাপ্ত তথ্য অফিসার হায়দার আলী, অধ্যক্ষ মাজহার-উল-মান্নান, প্রোগ্রাম ম্যানেজার রাজেশ অধিকারী প্রমুখ। এছাড়া এ উপলক্ষে ভিডিও চিত্র প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। অনুষ্ঠাটির সঞ্চালনায় ছিলেন শিরিন আকতার। মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রায় ৪০টি স্টল স্থাপন করা হয়।

টিএফ

আরও পড়ুন