• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০১৯, ০৪:৫৭ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৯, ২০১৯, ০৪:৫৭ পিএম

নেত্রকোনায় বিআরটিসি বাস বন্ধের প্রতিবাদে বিক্ষোভ 

নেত্রকোনায় বিআরটিসি বাস বন্ধের প্রতিবাদে বিক্ষোভ 

নেত্রকোনায় সদ্য দেয়া বিআরটিসি বাস চালুর কয়েক ঘণ্টার মধ্যেই বাস চলাচল বন্ধ করে দেয়ার প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এতে জেলা শহরের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। 

সোমবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় নেত্রকোনাবাসীর ব্যানারে পৌরসভার মোড়ে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এতে সংরক্ষিত মহিলা আসনের এমপি হাবিবা রহমান খান শেফালী অংশগ্রহণ করেন। 

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা ৬৪ জেলায় সেবা দানের লক্ষে বিআরটিসি বাস দিয়েছেন। সেক্ষেত্রে আমাদের নেত্রকোনায় কেনো বন্ধ হয়ে যাবে? গত রোববার বাসগুলো আমরা উদ্বোধন করেছি। কিন্তু পরক্ষণেই এগুলোকে বন্ধ করে দিয়েছে শ্রমিক শ্রেণির নাম করে এক ধরনের অসাধু ব্যবসায়ীরা। 

তিনি আরো বলেন, ব্যক্তি মালিকদের বাসে বসলে আমাদের ইজ্জত নিয়ে টানাটনি হয়। মুড়ির টিনের মতো বাসগুলোতে মানুষের উপরে মানুষ তোলে। আসন যেমন খারাপ তেমনি নারী পুরুষ চলাচলের অনুপযোগী। আর তাই এখানে দেয়া বিআরটিসি’র ১০টি বাস আবারো চালু করতে প্রশাসনকে যথাযথ প্রদক্ষেপ নেয়ার জোর দাবি জানান সংসসদ সদস্যসহ সাধারণ নাগরিকরা। 

বিক্ষোভ সমাবেশে বাস চলাচলের দাবিতে আরো বক্তব্য রাখেন, স্বাবলম্বীর নির্বাহী পরিচালক বেগম রোকেয়া, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার হায়দার জাহান চৌধুরী, কমান্ডার মুক্তিযোদ্ধা নুরুল আমিন, স্বাবলম্বীর প্রকল্প পরিচালক স্বপন পাল, উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান খান, সম্পাদক অসিত ঘোষ, মহিলা পরিষদের সম্পাদক তাহেজা বেগম, কমিউিনিস্ট পার্টির কোহিনুর বেগম, কবি আব্দর রাজ্জাক, সাহিত্য সমাজের সম্পাদক সাইফুল্লাহ ইমরান, কলেজ শিক্ষক আব্দুল কাদির, মো. কামরুল হাসান, সাংবাদিক একেএম আব্দুল্লাহ, সঞ্জয় সরকার, আলপনা বেগম, পল্লব চক্রবর্তী প্রমুখ। 

কেএসটি