• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০১৯, ০৭:৩৫ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৯, ২০১৯, ০৭:৩৫ পিএম

ময়মনসিংহে ট্রাক উল্টে প্রাণ গেল ২ জনের

ময়মনসিংহে ট্রাক উল্টে প্রাণ গেল ২ জনের

ময়মনসিংহ-নেত্রকোণা সড়কে ট্রাক উল্টে দুই জন নিহত হয়েছে। এ সময় আহত হয় আরো ৪ জন। নিহতরা হলো- ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গজহরপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে রুবেল তালুকদার (২৫) ও ময়মনসিংহ সদরের মোদারপুর গ্রামের গুঞ্জর আলীর পুত্র আব্দুল বারেক (৩৫)। 

সোমবার (৯ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে ময়মনসিংহ-নেত্রকোণা সড়কের তারাকান্দা উপজেলার মোজাহারদি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, নেত্রকোণা থেকে ছেড়ে আসা একটি বালু বোঝাই ট্রাক ময়মনসিংহ-নেত্রকোণা সড়কের তারাকান্দা উপজেলার মোজাহারদি নামক স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি হ্যান্ডট্রলি ও একটি মোটর সাইকেলকে চাপা দেয়। এতে হ্যান্ডট্রলির চালক আব্দুল বারেক ও মোটর সাইকেল চালক রুবেল তালুকদার এবং তার স্ত্রী মুন্নী আহত হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আব্দুল বারেকের এবং ওই হাসপাতালে ভর্তির পর রুবেল তালুকদারের মৃত্যু হয়।

তারাকান্দা থানার উপ-পরিদর্শক রুবেল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকের ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে।

কেএসটি

আরও পড়ুন