• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০১৯, ১১:৫৫ এএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১০, ২০১৯, ১১:৫৫ এএম

বেনাপোলে পাথরের কনটেইনারে ফেনসিডিলের চালান

বেনাপোলে পাথরের কনটেইনারে ফেনসিডিলের চালান

যশোরের বেনাপোল রেলওয়ে স্টেশনে ভারত হতে বাংলাদেশগামী পাথর বহনকারী ভারতীয় মালবাহী ট্রেনে তল্লাশি করে ২৫৩ বোতল ফেনসিডিল জব্দ করেছে বিজিবির একটি টহল দল। সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে বেনাপোল রেলস্টেশনের পাথার বোঝায় ট্রেনের কয়েকটি কনটেইনারে অভিযান চালায় বিজিবি। এ সময়ে একটি কনটেইনার থেকে ২৫৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এসব ফেনসিডিল পাচারের সাথে কারা জড়িত তা তদন্তে মাঠে নেমেছে বিজিবি ও কাস্টমস কর্তৃপক্ষ। 

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা, পিএসসি জানান, দীর্ঘদিন ধরে জানা যায় যে, কতিপয় মাদক ব্যবসায়ী ভারত হতে বাংলাদেশগামী পাথর বহনকারী ভারতীয় ট্রেনে ফেনসিডিল নিয়ে আসছে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল ক্যাম্পে কর্মরত নায়েক নুরুল ইসলামের নেতৃত্বে সন্ধ্যায় রেলস্টেশনে থাকায় একটি পাথর বোঝায় একটি মালবাহী ট্রেনের কয়েকটি কনটেইনারে তল্লাশি চালানো হয়। এসময়ে একটি কনটেইনার থেকে ২৫৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। ধারণা করা হচ্ছে স্টেশন এলাকার একটি মাদক চক্রের সদস্যরা কনটেইনারের দরজা খুলে এসব ফেনসিডিল পাচার করে থাকতে পরে। বিষয়টি বেনাপোল কাস্টমস হাউসকেও অবহিত করা হয়েছে এবং আমরা ব্যাপকভাবে অনুসন্ধান চালিয়ে যাচ্ছি এসব ফেনডিলের মালিক কে। তারপরে এসব মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। 

কেএসটি

আরও পড়ুন