• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০১৯, ০৩:১৪ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১০, ২০১৯, ০৩:১৪ পিএম

এনজিওর ফাঁদে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ

এনজিওর ফাঁদে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ

চাঁপাইনবাবগঞ্জে ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠেছে এনজিও এবং ক্ষুদ্র ঋণ দেয়া সংস্থা। অতি মুনাফার লোভে এসব এনজিওর ফাঁদে নিঃস্ব হচ্ছেন সাধারণ মানুষ। সম্প্রতি লোভনীয় সব মুনাফার প্রলোভন দেখিয়ে কয়েকটি প্রতিষ্ঠান গ্রাহকদের কোটি কোটি নিয়ে লাপাত্তা হয়েছে। অভিযোগ, নিবন্ধন প্রদানকারী সরকারি প্রতিষ্ঠানের ছত্রছায়ায় ক্ষুদ্র ঋণ কার্যক্রম চালিয়ে আসছে প্রতিষ্ঠানগুলো।

খেয়ে না খেয়ে জমানো টাকা নিয়ে পালালো এনজিও প্রতিষ্ঠান। এখন আমাদের কী হবে। এ নারীর মতো প্রায় ১২ হাজার গ্রাহকের জমানো ৩০ কোটি টাকা নিয়ে উধাও চাঁপাইনবাবগঞ্জের সিয়াম নামের একটি এনজিও। শুধু এটিই নয়, বিধবা নারী সংস্থা, রংধনু, বোরাক, দিক দর্শন নামে-বেনামে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা এমন অনেক এনজিওই লাপাত্তা হয়েছে গ্রাহকের টাকা নিয়ে।

স্থানীয় প্রশাসনের হিসাবেই স্বেচ্ছাসেবামূলক কাজের নিবন্ধন নিয়ে অবৈধভাবে ক্ষুদ্রঋণ কার্যক্রম চালাচ্ছে তিনশও বেশি এনজিও। তাদের ফাঁদে পড়ে অতিমুনাফার লোভে নিঃস্ব হচ্ছেন সাধারণ মানুষ।

নিবন্ধন দেয়া সরকারি সংস্থাগুলো বলছে, অনুমোদন ছাড়া ক্ষুদ্রঋণ কার্যক্রম অবৈধ। শিগগিরই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

চাঁপাইনবাবগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোছা. উম্মে কুলসুম বলেন, অবৈধ ক্ষুদ্র ঋণকারীদের তালিকা আমরা প্রস্তুত করেছি। আমরা শুনানি নিতে শুরু করেছি। পর্যায়ক্রমে আমরা শুনানি নিবো এবং ঢাকায় রিপোর্ট করবো এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য।

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ এনজিও ফেডারেশনের সভাপতি মো. মঞ্জুরুল ইসলাম খান বাবু বলেন, তারা আজকে শুনানি করতেছে, নোটিশ করতেছে কিন্তু আমরাতো সে রকম কোন পদক্ষেপ দেখতেছি না।

অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর উদ্যোক্তাদের দাবি, সাধারণত ক্ষুদ্রঋণ কার্যক্রম শুরুর পরই অনুমোদন মেলে। তাই হঠাৎ বন্ধ করলে বিপদে পড়বে সাধারণ মানুষই।

জেলা প্রশাসক এ, জেড. এম. নুরুল হক বলেন, যেসব এনজিও অনুমতি ছাড়া কার্যক্রম চালাচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া শুরু হয়েছে। বলেন, তারা যেকোন সময় নিখোঁজ হয়ে যেতে পারে তখন ঐ মানুষগুলো যারা সঞ্চয় করেছেন তারা নিঃস্ব হয়ে যাবে। আমরা এরইমধ্যে এনজিওগুলোর তালিকা তৈরি করেছি। ৩০০টি প্রতিষ্ঠান পেয়েছি, মনে হয় প্রতিষ্ঠানের সংখ্যা আরো বাড়বে।

এনজিওগুলোর অবৈধ ক্ষুদ্রঋণ কার্যক্রম বন্ধের পাশাপাশি প্রতারকদের বিরুদ্ধে প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহবান ভুক্তভোগীদের।

কেএসটি