• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০১৯, ০৪:২৫ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১০, ২০১৯, ০৪:২৫ পিএম

তাড়াশে দুর্বৃত্তের দেয়া আগুনে ঝলসে গেল ৬ মহিষ

তাড়াশে দুর্বৃত্তের দেয়া আগুনে ঝলসে গেল ৬ মহিষ
আগুনে ঝলসে যাওয়া এক মহিষ ও বাছুর - ছবি : জাগরণ

সিরাজগঞ্জের তাড়াশে দুর্বৃত্তের দেয়া আগুনে নবীর উদ্দিন (৫৫) নামের এক কৃষকের ছয়টি মহিষ পুড়ে ঝলসে গেছে। সোমবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সগুনা ইউনিয়নের নওখাদা গ্রামে এ ঘটনা।

ক্ষতিগ্রস্ত কৃষক নবীর উদ্দিন জানান, তার গোয়ালঘরে বিদ্যুৎ সংযোগ নেই। রাতে কয়েলও জ্বালানো ছিল না। কে বা কারা শত্রুতাবশত তার গোয়ালঘরে আগুন লাগিয়ে দেয়। তার চিৎকারে পাড়ার লোকজন মিলে আগুন নেভান। ততক্ষণে গোয়ালের ৩টি বড় মহিষ ও ৩টি বাছুর পুড়ে ঝলসে যায়। এ সময় গোয়ালের মহিষ বাঁচাতে গিয়ে তার ছেলে শিপনের (২৫) শরীরের বেশির ভাগ অংশ আগুনে পুড়ে যায়।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল আলম জানান, অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ প্রসঙ্গে প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ জে এম সালাউদ্দিন বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকের মহিষের চিকিৎসার যথাযথ ব্যবস্থা করা হবে।

এনআই

আরও পড়ুন