• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০১৯, ০৯:৩২ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১১, ২০১৯, ০৯:৩২ পিএম

লালপুরে ‘ইমো’ প্রতারণা চক্রের ৩ সদস্য আটক

লালপুরে ‘ইমো’ প্রতারণা চক্রের ৩ সদস্য আটক

ইমো অ্যাপপের মাধ্যমে প্রবাসীদের কাছ থেকে টাকা হাতিয়া নেয়া চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার (১১ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে উপজেলার উত্তর লালপুর এলাকার বাবুল হোসেনের ছেলে সম্রাট (২৪), দক্ষিণ লালপুর এলাকার আজিত মণ্ডলের ছেলে মিঠুন (১৯) এবং মাধবপুর মালপাড়া এলাকার সুরাত মণ্ডলের ছেলে হাসান আলী (২০)।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম হোসেন জানান, ইমো চক্রটি একটি বিশেষ কায়দায় প্রবাসীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে আসছে। বুধবার রাতে অভিযান চালিয়ে ওই চক্রের তিন সদস্যকে মোবাইল ফোনসহ জব্দ করা হয়। পরে আটককৃতদের নামে থানায় মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, আমি যোগদানের পর থেকে ইমো পার্টি নামে একটি চক্রের কার্যক্রম সম্পর্কে অবহিত হয়েছি। এই চক্রটি প্রবাসীদের সাথে প্রতারণা করে টাকা হাতিয়ে নিচ্ছে। এ বিষয়ে একাধিকবার মামলাও হয়েছে, তার পরও চক্রটির তৎপরতা থামছে না। আমরা এই চক্রকে নির্মূল করার জন্য কাজ করছি। আশা করছি প্রবাসীরা আর প্রতারণার শিকার হবে না।

এনআই

আরও পড়ুন