• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০১৯, ০৬:৪৩ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১২, ২০১৯, ০৬:৪৩ পিএম

ববি শিক্ষক সমিতির সভাপতি আরিফ, সম্পাদক খোরশেদ

ববি শিক্ষক সমিতির সভাপতি আরিফ, সম্পাদক খোরশেদ
সভাপতি মো. আরিফ হোসেন ও সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম  -  ছবি : জাগরণ

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষক সমিতির নির্বাচনে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। ২০২০ সালের জন্য নতুন কমিটিতে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আরিফ হোসেন সভাপতি এবং পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. খোরশেদ আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার ড. রেহানা পারভীন, নির্বাচন কমিশনার মুহাম্মদ রাকিবুল ইসলাম ও মো. আবির হোসেন স্বাক্ষরিত পত্রে এ কমিটি ঘোষণা করা হয়।

এ ছাড়া সহসভাপতি পদে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক সুজন চন্দ্র পাল, কোষাধ্যক্ষ পদে লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক রিফাত মাহমুদ নির্বাচিত হয়েছেন।

সদস্য পদে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক জ্যোতির্ময় বিশ্বাস, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার সরকার, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রিফাত ফেরদৌস, আইন বিভাগের সহকারী অধ্যাপক মো. সাদেকুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. সোহেল রানা, লোকপ্রশাসন বিভাগের প্রভাষক হোসনেয়ারা ডালিয়া, প্রাণরসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগের প্রভাষক মো. সাজেদুল ইসলাম, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক সুনীতি দেবী মন্ডল, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক সানবিন ইসলাম এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রভাষক শাওন মিত্র নির্বাচিত হয়েছেন।

এর আগে বুধবার (১১ ডিসেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১৫টি পদের বিপরীতে ২৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সভাপতি পদে দুজন, সহসভাপতি পদে দুজন, সাধারণ সম্পাদক পদে দুজন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দুজন, কোষাধ্যক্ষ পদে দুজন এবং কার্যনির্বাহী সদস্য পদে ১৯ জনসহ মোট ২৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

এনআই

আরও পড়ুন