• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০১৯, ০৫:৩১ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১৬, ২০১৯, ০৫:৩১ পিএম

বিজয় দিবসে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়

বিজয় দিবসে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়

পঞ্চগড়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি পাঠিয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে পঞ্চগড় জেলার বিভিন্ন সীমান্ত ফাঁড়ি দিয়ে এসব মিষ্টি পাঠানো হয়। সীমান্তে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান বজায় রাখা এবং সীমান্ত নিরাপদ রাখতে এই মিষ্টি পাঠানো হয়। একই সময়ে বিএসএফও বিজিবিকে মিষ্টি পাঠিয়েছে বলে জানা গেছে। 

বিজিবি সূত্রে জানা গেছে, পঞ্চগড় ১৮-বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিপরীতে ৫৩টি বিএসএফ সীমান্ত ফাঁড়ি ও চারটি ব্যাটালিয়নে মিষ্টি পাঠানো হয়। 

পঞ্চগড় ১৮-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার আনিসুর রহমান বিজিবি-বিএসএফের মধ্যে মিষ্টি বিনিময়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ভারত ও বাংলাদেশের জাতীয় দিবসগুলোতে বিজিবি-বিএসএফ মিষ্টি বিনিময় করে থাকে’।