• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০১৯, ০৬:৩৫ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ২০, ২০১৯, ০৬:৩৫ পিএম

হিলিতে মধ্যরাতে শীতার্তদের মাঝে ইউএনওর কম্বল বিতরণ

হিলিতে মধ্যরাতে শীতার্তদের মাঝে ইউএনওর কম্বল বিতরণ
হিলিতে মধ্যরাতে শীতার্তদের পাশে ইউএনও আব্দুর রাফিউল আলম ও সহধমির্ণী জান্নাত আলম - ছবি : জাগরণ

কনকনে শীতে বিপর্যস্ত হিলির জনজীবন। আর মধ্যরাতে এসব অসহায় শীর্তাতদের পাশে শীতবস্ত্র নিয়ে দাঁড়ালেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম ও তার সহধমির্ণী জান্নাত আলম।
 
উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মধ্যরাতে গ্রামে ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন করেন তিনি।

উপজেলা প্রশাসন থেকে একটি করে কম্বল পেয়ে খুশি হওয়া মানুষগুলো আবেগজড়িত কণ্ঠে বলেন, আমাদের এখানে আগে কোনো অফিসার কোনদিন এভাবে শীতবস্ত্র দেয়নি।

হাকিমপুর উপজেলা নিবার্হী অফিসার আব্দুর রাফিউল আলম জানান, বিত্তবান মানুষ গরম কাপড় কিনে শীত নিবারণ করলেও গরিব মানুষরা টাকার অভাবে শীতে গরম কাপড় কিনতে পারছেন না। তাই অসহায় মানুষের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। প্রচণ্ড ঠাণ্ডার কারণে দিনমজুর শ্রেণির মানুষ কাজেও যেতে পারছে না। তাদের কষ্ট কিছুটা লাঘব করার জন্য মধ্যরাতে বের হওয়া।

এফসি

আরও পড়ুন