• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০১৯, ০৭:৩০ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ২৪, ২০১৯, ০৭:৩০ পিএম

শ্বশুরবাড়িতে বেড়াতে এসে জামাই খুন

শ্বশুরবাড়িতে বেড়াতে এসে জামাই খুন

বগুড়ায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে খুন হলেন শাহীন আলম (২৬) নামের এক ব্যক্তি। জমিজমা-সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের লাঠির আঘাতে আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালের দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় শ্বশুর মামুনুর রশীদ বাদী হয়ে ১২ জনকে আসামি করে নন্দীগ্রাম থানায় মামলা দায়ের করেছেন। জেলার নন্দীগ্রাম উপজেলার থালতা জামালপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহীন আলম রাজশাহী জেলার বাগমারা থানার জোগীপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, থালতা মাঝগ্রাম ইউনিয়নের জামালপুর গ্রামের মামুনুর রশীদ ও সামছুল আলমের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই সূত্র ধরে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে উভয় পক্ষই মারপিটে লিপ্ত হয়। এ সময় শ্বশুর মামুনুর রশীদের বাড়িতে বেড়াতে আসা জামাই শাহীন আলম প্রতিপক্ষের লাঠির আঘাতে আহত হন। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালের দিকে শাহীন আলমের মৃত্যু হয়।

নন্দীগ্রাম থানার পুলিশ পরিদর্শক (ওসি) শওকত কবীর জানান, দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতার করতে অভিযান চলছে।

এনআই

আরও পড়ুন